Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শনিবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রত্যাবাসনের তালিকাভুক্ত রোহিঙ্গাদের দ্বিতীয়দিনের সাক্ষাৎকার চলছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ১১:৩১ AM
আপডেট: ২১ আগস্ট ২০১৯, ১১:৩১ AM

bdmorning Image Preview


মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য তালিকায় নাম থাকা রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেয়ার দ্বিতীয় দিন আজ বুধবার। সকালে সাক্ষাৎকার নেয়ার জন্য ইউএনএইচসিআরের প্রতিনিধি দল উপস্থিত হন।

গতকালও মঙ্গলবার টেকনাফের শালবাগান ২৬ সিআইসি ক্যাম্পে শতাধিক পরিবারের মতামত নেয়া হয়। ইউএনএইচসিআর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলেন।

তবে, নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে মিয়ানমার ফিরতে রাজি নয় বলে জানায় বেশিরভাগ পরিবার। এর আগে আশ্রয়কেন্দ্রের বেশ কিছু ঘরে গিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলেন ইউএনএইচসিআরের প্রতিনিধি দল।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানান, প্রথম পর্যায়ে পরিবার প্রধানের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। তিনি যদি যেতে সম্মত হন তবে যাওয়ার আগে আবার পরিবারের সব সদস্যের সম্মতি নেওয়া হবে।

Bootstrap Image Preview