Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের প্রথম সোলার রোড এখন সমস্যার নাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯, ০৫:৩১ PM
আপডেট: ১৯ আগস্ট ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview


বিশ্বের প্রথম সোলার রোড কোনো কাজে আসছে না। দিনে গড়ে ৭৯০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ৩ থেকে ৫ হাজার ঘরবাড়ি আলোকিত করার কথা থাকলেও অর্ধেক পরিমাণ বিদ্যুৎও উৎপাদন হচ্ছে না। এ তথ্য জানিয়েছে, ফ্রান্সের সংবাদ মাধ্যম লামোন্ডে।

তিন বছর আগে ফ্রান্সের নরমান্ডি রোডে এক কিলোমিটার জুড়ে পরীক্ষামূলকভাবে সোলার প্যানেল বসানো হয়েছিলো। তিন বছরের মধ্যেই ৭৫ শতাংশ প্যানেলগুলো এমনভাবে খুলে গেছে বা ভেঙে গেছে যে সেগুলো আর চেনার উপায় নেই। সোলার রোডটির উপর দিয়ে গাড়ি চালাতে হচ্ছে ৭০ কিলোমিটারের কম গতিতে। কারণ গতি বাড়িয়ে ভাঙা প্যানেলগুলোর উপর দিয়ে গাড়ি চালালেই প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে। এতে আশাপাশের বাসিন্দারা সমস্যায় পড়ছেন।

তবে বিশ্বের অন্যান্য সোলার রোডগুলোর এতো করুন অবস্থা হয়নি।

নেদারল্যান্ডের সোলার বাইক লেন থেকে প্রত্যাশার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে।

মার্কিন কোম্পানি সোলার রোডওয়েস সোলার প্যানেল বসিয়ে এলইডি লাইট জ্বালানোর প্রকল্প পরিচালনা করছে। এছাড়াও, ধরে রাখা শক্তির মাধ্যমে বরফ গলানোরও কাজ করে সোলার প্যানেলগুলো।

Bootstrap Image Preview