Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শনিবার, জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৮ ঘণ্টা পর ঢাকা খুলনা ট্রেন চলাচল স্বাভাবিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯, ০২:০৪ PM
আপডেট: ১৯ আগস্ট ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন স্টেশনের পাশেই খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেনের সহায়তায় রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।

ফলে খুলনার সাথে রাজশাহী, ঢাকাসহ সকল রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ ভোর ৩টা থেকে ট্রেন চলাচল স্বভাবিক হয়। কোটচাঁদপুরে রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওছার মাহমুদ জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে ট্রেন চলাচল স্বভাবিক করে।

রবিবার সন্ধা ৭টার দিকে রাজশাহী  থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনে যাত্রা বিরতি দিয়ে চলার পর স্টেশন এলাকার মধ্যে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

এতে খুলনার সাথে সারাদেশের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ  হয়ে যায়। রাত ৯টার দিকে দর্শনা থেকে একটি লাইটার ঘটনাস্থলে এসে পৌছে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে।

এরপর রাত ১১টার  দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। ফলে ৮ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

Bootstrap Image Preview