Bootstrap Image Preview
ঢাকা, ২১ সোমবার, জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২২ দিন পর ঢাকার সঙ্গে লালমনিরহাটে রেল যোগাযোগ শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০৬:২৪ PM
আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ০৬:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দীর্ঘ ২২ দিন পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি চালুর মধ্যে দিয়ে লালমনিরহাট-কাউনিয়া-গাইবান্ধা-বোনারপাড়া-সান্তাহার রুটে এই ট্রেন চলাচল চালু হয়।

এর আগে গেল ১৭ জুলাই থেকে বন্যার পানির তোড়ে গাইবান্ধার আপ স্টেশন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত রেল লাইনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গেল  দুই আগস্ট শুক্রবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন এবং জরুরিভিত্তিতে রেললাইন মেরামতের  ওপর গুরুত্ব দেন।

সে সময় তিনি ঘোষণা করেছিলেন ঈদুল আজহার আগে যেকোনো মূল্যে উত্তরাঞ্চলের সঙ্গে লালমনিরহাট-সান্তাহার রুটে রেল যোগাযোগ চালু করা হবে।

রেলমন্ত্রীর এই নির্দেশের পর ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত মেরামতের কাজ সম্পন্ন হয়। সেইসঙ্গে মন্ত্রীর ঘোষিত দিন থেকে ট্রেন চলাচল শুরু হয়। প্রায় আট কোটি টাকা ব্যয়ে রেলপথটি মেরামত করা হয়।

Bootstrap Image Preview