Bootstrap Image Preview
ঢাকা, ২১ সোমবার, জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু থেকে বাঁচতে ঈদে বাড়ি যাওয়ার আগে অবশ্যই যা করবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ১০:২২ PM
আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ১০:২২ PM

bdmorning Image Preview


আর মাত্র কয়েকদিন পরেই ঈদুল আজহা। ঈদ উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরবে মানুষ। তাই ডেঙ্গু থেকে রেহাই পেতে বাড়ি যাওয়ার আগে কিছু সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে তথ্য অধিদফতর।

বুধবার অধিদফতরের এক তথ্য বিবরণীতে জনসাধারণের উদ্দেশ্যে বলা হয়, বাসার সকল কক্ষের দরজা, জানালা ভালভাবে বন্ধ রাখুন। টয়লেটের কমোড ঢেকে যান। বাথরুম বা টয়লেটের জানালা বন্ধ রাখুন। বালতি, বদনা ও ড্রাম খালি অবস্থায় উল্টো করে রেখে যান। বারান্দায় বা ছাদে ফুলের টব বা এমন কোন পাত্র রেখে যাবেন না যেখানে বৃষ্টির পানি জমতে পারে।

এতে বলা হয়, সোফা, পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে লুকিয়ে থাকে এডিস মশা। এসব জায়গায় অ্যারোসল স্প্রে করে যাবেন। ফ্রিজের পানি জমার জায়গায় ন্যাপথলিন দিয়ে রাখতে পারেন। রান্নাঘরে কোথাও যেন পানি জমে না থাকে তা খেয়াল করুন।

এতে আরও বলা হয়, যাওয়ার আগে ঘরের মেঝে, বারান্দা ও বাথরুম পরিষ্কার করে যান এবং অ্যারোসল স্প্রে করুন। অব্যবহৃত বোতল বা কন্টেইনার রেখে যাবেন না, অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দিন; কর্মস্থলেও অনুরূপ ব্যবস্থা নিন।

Bootstrap Image Preview