বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এর সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন। সংস্থার সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গিয়াসউদ্দিন আহমেদ।
বুধবার (৭ আগস্ট) অ্যাসোসিয়েশনের পল্টন কার্যালয়ে পরিচালনা পরিষদের অফিস বেয়ারার্স’র নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নির্বাচন বিধি অনুযায়ী, বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদে সাধারণ ও সহযোগী গ্রুপে মোট সাতজন করে মোট ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছর কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শামিম আহমেদ, শাহেদুল ইসলাম হেলাল, কাজী আনোয়ারুল হক, ফেরদৌস ওয়াহেদ, নুর আলাম বাচ্চু, গোলাম কিবরিয়াসহ, মোট ১৪ জন।