Bootstrap Image Preview
ঢাকা, ২১ সোমবার, জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু: রাতে ভর্তি, ভোরে মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০৬:৪০ PM
আপডেট: ০৭ আগস্ট ২০১৯, ০৬:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আওলাদ হোসেন ৩২)।

বুধবার (৭ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ভর্তি হয়েছিলেন তিনি।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

আওলাদ হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। তার বাবার নাম তোফাজ্জল হোসেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আওলাদকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

আওলাদ হোসেনের মামা আক্তার হোসেন বলেন, তিন থেকে চার দিন ধরে জ্বরে ভুগছিলেন আওলাদ। গতকাল শরীর খুব খারাপ হওয়ায় এখানে আনা হয়।

Bootstrap Image Preview