চুয়াডাঙ্গার দামুড়হুদার আমবাগান থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দামুড়হুদা থানা পুলিশ বোমাটি উদ্ধার করে।
বোমাটি নিষ্ক্রিয় করার জন্য র্যাবের একটি দল খুলনা থেকে চুয়াডাঙ্গায় আসছে। নাশকতা সৃষ্টির উদ্দেশে বোমাটি ওই বাগানে দুর্বৃত্তরা রেখেছিল বলে পুলিশের ধারণা।
দামুড়হুদা উপজেলার নাটুদহ ক্যাম্প ইনচার্জ শ্যামল চন্দ্র সমদ্দার জানান, রাত ১১টার দিকে দুজন এসে খবর দেয় এলাকার আমবাগানে একটি বোমা পড়ে আছে। আমরা দাদুড়হুদা থানা পুলিশের সহযোগিতায় ক্যাম্প থেকে এক কিলোমিটার দূরের চন্দ্রবাস গ্রামের ওয়ালিদ হোসেনের আমবাগান থেকে শক্তিশালী বোমাটি উদ্ধার করা হয়।
দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, নাশকতা বা কোনো ঘটনা ঘটনানোর জন্যই দুর্বৃত্তরা হয়তো বোমাটি আমবাগানে রেখেছিল।
বুধবার সকালে খুলনায় র্যাব-৬কে জানানো হয়। সেখান থেকে র্যাবের একটি বোমা বিশেষজ্ঞ টিম বোমাটি নিষ্ক্রিয় করতে চুয়াডাঙ্গায় রওনা দিয়েছে।