Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা চেয়েছে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ১০:০১ PM
আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ১০:০১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় সংস্থাটির প্রতিনিধি ড: বর্ধন জং রানা। 

বিবিসিকে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা চেয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুরোধ পেয়েছে কয়েকটি বিষয়ে। একটি হলো টেকনিক্যাল সাপোর্ট, যেটি আমরা ইতোমধ্যেও দিতে শুরু করেছি।

একজন বিশেষজ্ঞ ইতোমধ্যেই ঢাকায় এসে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছেন। র‍্যাপিড টেস্টের সরবরাহেরও একটি অনুরোধ করা হয়েছে। এক লাখ টেস্ট কিটের অনুরোধ করা হয়েছে। এর প্রক্রিয়া চলছে।

বর্ধন জং রানা বলেন, বাংলাদেশ একটি রোগপ্রবণ দেশ। এখানে মশা ও রোগ আছে বছর জুড়েই। এবার বিপুল সংখ্যক ঘটনার খবর আসছে। এবার ঢাকার বাইরে থেকেও এটা হচ্ছে। যে কারণে আক্রান্তের সংখ্যা এতো বেশি। মশার সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধিও এর বড় কারণ। সরকার বিষয়টি নিয়ে সচেতন। আমরাও সহায়তা করছি। সবাই পরিস্থিতির উন্নতি ঘটাতে কাজ করে যাচ্ছে।

এদিকে ৪০টি হাসপাতাল থেকে নেয়া তথ্য মতে, বাংলাদেশে এক দিনে ডেঙ্গু আক্রান্তের সব রেকর্ড ভঙ্গ করে গত ২৪ ঘণ্টায় সরকারি হিসেবেই আরো ২৩৪৮ জন লোক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবেই এখন প্রায় ত্রিশ হাজার। আর এ পর্যন্ত মোট ২৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে অধিদপ্তর। তবে বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা একশর কাছাকাছি আর আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবে কয়েকগুণ বেশি।

ডেঙ্গু নিয়ে সিটি কর্পোরেশনের এমন সমালোচনায় মুখর অনেকেই। জনগণের ভয় আর আতঙ্কের মধ্যেই মঙ্গলবারও ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে স্বাস্থ্য অধিদফতর। গত কয়েকদিনে বিদেশী বিশেষজ্ঞ ও প্রতিবেশী দেশের অভিজ্ঞতাও নেয়ার চেষ্টা হয়েছে বিভিন্ন মাধ্যমে।

Bootstrap Image Preview