Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেসরকারি টেলিভিশনে ডাবিং করা আনুষ্ঠান, সিনেমা প্রচারে সরকারের অনুমতি প্রয়োজন। অথচ তা মানছে না টিভি চ্যানেলগুলো। মানছে না বিদেশি শিল্পীদের এদেশে কাজ করার অনুমতি নেয়ার বিষয়টিও। তাই সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার। 

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এটকোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি গুজব ও ডেঙ্গু সচেতনতায় সরকার এবং বেসরকারি গণমাধ্যমকে ধন্যবাদ জানান।

বৈঠকে বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চালানোর বিষয়েও আলোচনা হয়।

Bootstrap Image Preview