Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি, ফটোসেশন করলে হবে না: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ০৪:৪৯ PM
আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ০৪:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, তাই ক্যামেরার সামনে নেতাদের শুধু ফটোসেশন করলে হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‌‘মুখে যতই নিয়ন্ত্রণের কথা বলি না কেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। নামমাত্র কর্মসূচি পালন করা যাবে না। তাতে কোনো লাভ হবে না।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের ক্যামেরার সামনে ফটোসেশন করলে হবে না। প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে।’

এ সময় নিখোঁজ সাংবাদিক মুশফিকুর রহমানের উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন সেতুমন্ত্রী। একই সঙ্গে মিডিয়া না থাকলে বিএনপি যে একটা রাজনৈতিক দল তা খুঁজেও পাওয়া যেত না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Bootstrap Image Preview