Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু আতঙ্কে হাটে গরু নিয়ে আসা ব্যবসায়ীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ১২:৩৯ PM
আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ১২:৩৯ PM

bdmorning Image Preview


ঈদের আর এক সপ্তাহ বাকি তবে এখনোও জমে উঠেনি রাজধানীর পশুর হাটগুলো। অনেক ব্যবসায়ী বন্যার কারণে গরু রাখতে সমস্যা হওয়ায় একটু আগেভাগেই হাটে গরু নিয়ে এসে আতঙ্কে দিন পার করছেন। 

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন তারা। যদিও নিয়মিত মশার ওষুধ ছিটানোর দাবি করেছে হাট কর্তৃপক্ষ। 

ঈদের পুরো সাতদিন বাকি থাকলেও রাজধানীর বিভিন্ন পশুরহাটে আসতে শুরু করেছে কুরবানির পশু। ভালো জায়গায় গরু রাখতে আগেভাগে আসতে শুরু করেছেন ব্যাপারীরা।

হাটে দেশি গরুর পাশাপাশি আসছে বড় গরুও। এবারও পাশের দেশগুলো থেকে গরু না আসলে ভালো দাম পাওয়ার বিষয়ে আশাবাদী বিক্রেতারা। 

এদিকে সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় তার প্রভাব পড়েছে হাটেও। ব্যাপারীরাও আছেন ডেঙ্গু আতঙ্কে। তবে হাট সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে তারা সব ব্যবস্থা নিয়েছেন।

Bootstrap Image Preview