সিরাজগঞ্জে মহাসড়কের ১৬ কিলোমিটার তীব্র যানজট দেখা দিয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ থেকে যানজট শুরু হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ভোর রাতের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত এ যানজট দেখা গেছে।
এ কারণে মুলিবাড়ী বাইপাস ও নলকা বাইপাস দিয়ে শত শত যানবাহন সিরাজগঞ্জ শহরে প্রবেশ করছে এবং এই পথ দিয়েই যাতায়াত করছে।
পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর থেকেই এ মহাসড়কে থেমে থেমে যানজট দেখা দেয়। রাত গভীর হতেই যানজটের তীব্রতা বেড়ে যায়।