Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঈদে অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ০৩:২৪ PM
আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ০৩:২৪ PM

bdmorning Image Preview


ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কুরবানির ঈদ উপলক্ষে কোনোভাবে ভাড়া বাড়ানো যাবে না। ঈদে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

সোমবার (৫ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ সব কথা বলেন।

এ সময় ঈদের আগে-পরে সাত দিন সড়কে কাভার্ডভ্যান চলবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তবে পশুবাহী, ত্রাণবাহী, পচনশীল পণ্যবাহী ও জরুরি ওষুধ সরবরাহের ট্রাক চলাচল করবে। এছাড়া, জরুরি প্রয়োজনে রেকার ও হেলিকপ্টার প্রস্তুত রাখা আছে।’

পশুবাহী ট্রাকে চাঁদাবাজির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক-মহাসড়কগুলোতে পশুবাহী ট্রাক ও যানবাহন চলাচলের সুযোগ দিতে হবে। কেউ যেন পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করতে না পারে এবং নির্দিষ্ট বাজারে যেতে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য জেলা ও হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ফিটনেসবিহীন গাড়িগুলোর গতি কম উল্লেখ করে সড়কমন্ত্রী বলেন, ‘মহাসড়কের যেকোনও জায়গায় থেমে যায়। যার কারণে অন্যান্য গাড়ি চলাচলের গতি কমে যায়। এ কারণে মহাসড়কে কোনও ফিটনেসবিহীন গাড়িতে যাত্রীরা যেন চলাচল না করেন এবং ওই সব গাড়িতে যেন পশু না ওঠানো হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

ঈদকে সামনে রেখে যানজট দূর করার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যানজট এড়াতে ৮, ৯ এবং ১০ আগস্ট এই তিন ধাপে গার্মেন্টসকর্মীদের ছুটি দিতে বিজিএমইকে অনুরোধ করা হয়েছে। এছাড়া, ক্ষতিগ্রস্ত সড়কগুলোর কাজ অতিরিক্ত জনবল নিয়ে দ্রুত মেরামত এবং টঙ্গী-গাজীপুর সড়কে বিআরটি’র কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’

Bootstrap Image Preview