Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার ডেঙ্গু আক্রান্ত মহিলা ইউপি সদস্যের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ০৭:৪২ AM
আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ০৭:৪২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চাঁদপুরের মতলব দক্ষিণের নারী ইউপি সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মৃত লাভলী আক্তার (৩৮) উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের 

নাগদা গ্রামের মাদ্রাসা শিক্ষক আবুল বাশারের স্ত্রী। তিনি ওই ইউনিয়নের নির্বাচিত নারী সদস্য।

খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রিপন মীর জানান, গত ২৫ জুলাই রাজধানী ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান লাভলী আক্তার। সেখানেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি।

গত ১০ দিন চিকিৎসা শেষে গত শনিবার মধ্য রাতে মারা যান লাভলী আক্তার। রবিবার তার জানাযা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্নস্তরের মানুষজন অংশ নেন।

পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে ইউপি সদস্য লাভলী আক্তার স্বামী, এক ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম গিয়াসউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview