Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানুষের সঙ্গে গান গাচ্ছে গাধা! ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০১৯, ০৪:৫৫ PM
আপডেট: ০৪ আগস্ট ২০১৯, ০৪:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মালিকের সঙ্গে গান গাচ্ছে এক গাধা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে দক্ষিণ আফ্রিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

সম্প্রতি দক্ষিণ কারোলিনার সামটারের বাসিন্দা ট্র্যাভিস কিনলে ফেসবুকে ২৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ইতিমধ্যে ৪২ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।

ট্র্যাভিস জানান, মাঠে গাধা চরাতে গিয়ে লায়ন কিং সিনেমার ‘থিম সং সার্কেল অব লাইফ’ গাইছিলেন তিনি। কিছুক্ষণ পর গানটি মোবাইলে রেকর্ড করার চিন্তা আসে ট্র্যাভিসের। তাই মোবাইল বের করে গাইতে শুরু করেন সেই গান।

মালিককে গাইতে দেখে উজ্জীবিত হয়ে পড়ে তার গাধা নাথানও। আস্তে আস্তে মাথা নাড়তে নাড়তে গুটিগুটি পায়ে মালিকের পেছনে এসে হাজির হয় সেই গাধা। ট্র্যাভিস উচ্চস্বরে গান গাইতে শুরু করলে তার গাধাও গাইতে শুরু করে। এসবকিছু রেকর্ড হয় ট্র্যাভিসের মোবাইলে।

এরপর ভিডিওটি ফেসবুকে আপলোড করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 

Bootstrap Image Preview