Bootstrap Image Preview
ঢাকা, ২৬ বুধবার, মার্চ ২০২৫ | ১১ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খোঁজ মিলছে না সাংবাদিক মুশফিকুর রহমানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০১৯, ১১:৩৬ AM
আপডেট: ০৪ আগস্ট ২০১৯, ১১:৩৬ AM

bdmorning Image Preview


বেসরকারি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল শনিবার সন্ধার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। গুলশানে মামার সঙ্গে দেখা করার উদ্দেশে মিরপুরের নিজ বাসা থেকে বেরিয়ে তিনি আর বাসায় ফিরে আসেননি।

এ ঘটনায় শনিবার রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মামা এজাবুল হক। জিডিতে উল্লেখ করা হয়েছে, গুলশানে মামার সঙ্গে দেখা করে মিরপুরে ফেরার কথা ছিল তার।

তবে তিনি ফেরেননি, বরং রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।

এর আগে গত ২১ জুলাই একটি অজ্ঞাত নম্বর থেকে মুশফিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। ২২ জুলাই জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর পল্লবী থানায় জিডি করেছিলেন মুশফিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, পুলিশ মুশফিককে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Bootstrap Image Preview