রাজধানীসহ সারা দেশে দিন দিন বেড়েই চলেছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে গত ২৪ ঘণ্টাতেও।
শনিবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম জানিয়েছে, রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪৯ জন।
এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৯৬৯ জন। ঢাকার বাইরে জেলা ও উপজেলা সদরে ভর্তি হয়েছেন ৬৮০ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, রাজধানীর বাইরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৯০৫ জন। চিকিৎসাধীন আছেন ২৩৮১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫২৪ জন। সারা দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯১৯জন। আর মারা গেছেন ১৮ জন।
বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন ঈদুল আজহায় ঢাকা ছাড়বে প্রায় অর্ধকোটি মানুষ। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ জন্য জ্বরে আক্রান্তদের ঈদে রাজধানী না ছাড়ার পরামর্শ দিয়েছেন তারা।