Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: পলক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ০৬:০৪ PM
আপডেট: ০৩ আগস্ট ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে দেশের সকল নাগরিকদের সচেতন হতে হবে। 

শনিবার (৩ আগস্ট) সকাল ১১টায় নাটোরের সিংড়ায় মিনিস্টার শো-রুম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যার যার এলাকায় পরিচ্ছন্ন, বাড়ির আঙিনায় পরিষ্কার রাখতে হবে। তবেই মশার বিস্তার রোধ সম্ভব। তাছাড়া ডেঙ্গু মশা মানুষের জীবন নাশ করছে।

এ জন্য সরকারের পাশাপাশি জনসচেতন বাড়াতে হবে। সে লক্ষ্যে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার দেশীয় পণ্য ব্যবহারে বেশি গুরুত্ব দিচ্ছে। দেশীয় পণ্য, দেশের গর্ব। উন্নত দেশগুলো তাদের পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ।

Bootstrap Image Preview