পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে সকল নেতাকর্মীদের এক সাথে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন। সামাজিক সচেতনতা তৈরিতে সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে। উন্নত পরিবেশ গঠনে সকল পেশা ও শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে।
শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচীতে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচী পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি নেতা মো. নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা সামসুল হক, মো. নাসির উদ্দিন, শাহীন খান, জালাল উদ্দিন রুমী, যুবলীগ নেতা দেবাশীষ প্রমুখ।