গত কয়েকদিনের টানা বর্ষণে সিরাজগঞ্জের মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দের। তাই ঈদকে সামনে রেখে মহাসড়কে জোড়াতালি দিয়ে সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।
হাইওয়ে পুলিশ বলছে, ঈদের আগে মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ শেষ না হলে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশংকা রয়েছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে দ্রুত সংস্কার কাজ শেষ করা হবে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। প্রতিদিন এই পথ দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের ২২টি জেলার হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। ঈদের আগে এই মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণে ব্যস্ততম এই মহাসড়কের ৪০ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দের। ঈদের আগেই মহাসড়কের এই খানাখন্দের সংস্কার কাজ শেষ না হলে তীব্র যানজটের আশংকা যাত্রী ও চালকদের।
এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর নিম্নমানের কাজের জন্যই টেকসই হচ্ছে না সড়কের কাজ।
ঈদের আগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ শেষ না হলে যানজটে যাত্রী ভোগান্তিসহ দুর্ঘটনার আশংকা রয়েছে।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতারুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে যানবাহন ও জনগণের সুবিধানুযায়ী চলাচলের জন্য হাইওয়ে পুলিশের অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে।
অবশ্য মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ দ্রুত শেষ করার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম।
জেলার ৮৭ কিলোমিটার মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা, শাহজাদপুর, নলকা ও বনপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে জরুরি সংস্কার কাজ করা হচ্ছে।