Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শুক্রবার, জুলাই ২০২৫ | ১০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহায়তা চাইলেন মোমেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৯, ০৯:৪০ PM
আপডেট: ০২ আগস্ট ২০১৯, ০৯:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আসিয়ানের আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে এখন থাইল্যান্ডে আছেন।  

শুক্রবার (২ আগস্ট) দুপুরে দেশটির রাজধানী ব্যাংককে তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, থাইল্যান্ডে আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনের ফাঁকে সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ড. মোমেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এসময় রোহিঙ্গা সংকট তুলে ধরে এর সমাধানে ভারতের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী। ড. এস জয়শঙ্কর রোহিঙ্গা সংকট সমাধানের আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আসিয়ান রিজিওনাল ফোরামের ২৬তম সম্মেলনে যোগদানকালে সাইড লাইনে কানাডা, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Bootstrap Image Preview