Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদরাসায় ছাত্রকে বলাৎকার, হাফেজ আবদুল্লাহ আটক

তাড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ০২ আগস্ট ২০১৯, ০৬:০৪ PM
আপডেট: ০২ আগস্ট ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের তাড়াইলে ছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মাওলানা আবদুল্লাহ (২৪) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুল্লাহ উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের মো. গেন্দু মিয়ার ছেলে। তিনি সেকান্দর নগর গ্রামের হযরত শাহ সেকান্দর আওলিয়া কওমি মাদরাসার শিক্ষক।

তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ওই শিক্ষককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে হযরত শাহ সেকান্দর আওলিয়া কওমি মাদরাসার আবাসিক ছাত্ররা ঘুমাতে যায়। রাতে মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আবদুল্লাহ এক ছাত্রকে কৌশলে ডেকে নিয়ে বলাৎকার করেন। এ ঘটনা কাউকে না বলার জন্য তিনি ওই ছাত্রকে ভয়ভীতি দেখান। পরে বিষয়টি জানাজানি হলে মাদরাসার শিক্ষার্থী ও বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার সকালে মাদরাসা ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে। এ ব্যাপারে তাড়াইল থানায় মামলা হয়েছে।

Bootstrap Image Preview