ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯ জনে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তবে নিহতের সংখ্যা বাড়বে বলে ধারণা করছে স্থানীয় লোকজন।
ডিপজল কোচের সঙ্গে লোকাল নিশাদ বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ আগষ্ট) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার বড় খোচাবাড়ী, বলাকা উদ্যান গেট সংলগ্ন ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়ওদের বরাত দিয়ে এ বিষয়ে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দীন বলেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে নিহত হয়েছেন ৭জন। পরে হাসপাতালে নেয়া হলে আরও একজন মারা যায়। এরপর গুরুত্বর অবস্থায় রংপুরে মেডিকেলে নেয়া হয় ৫জনকে। এমত অবস্থায় মারা যায় আরও একজন। এ নিয়ে নিহতদের সংখ্যা দাড়াল ৯ জনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের লোকাল বাস নিশাদ ও ডিপজল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। আমরা এখনও নিহত ও আহতদের পরিচয় জানতে পারিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঠাকুরগাঁওয়ের লোকাল বাস নিশাদ ও ডিপজল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।