গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুসহ আরও ১১ জন নতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে গতকাল দুপুরে দুইজন আর বিকেল থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত নয়জন রোগী ভর্তি হন।
এরই মধ্যে ১২ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এক শিশুসহ দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এখন এই হাসপাতালে নয় শিশুসহ মোট ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ পর্যন্ত মোট ৮৮ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অর্ধেকের বেশি রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গত পরশু দিন বুধবার ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছিল। মঙ্গলবার ভর্তি হয়েছিল ১৫ জন।
প্রায় প্রতিদিনই ১০-১২ জন নতুন রোগী ভর্তি হচ্ছে। রোগীদের সামাল দিতে কিছুটা হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। হাসপাতালের পেইং ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা প্রায় ফ্রি করা হচ্ছে। তবে এখানে ডেঙ্গু রোগের চিকিৎসার ইকুপমেন্ট সংকট রয়েছে। দ্রুতই ঢাকা থেকে ইকুপমেন্ট আনা হবে।প্রসঙ্গত, কুষ্টিয়া ছাড়াও এর আশপাশ জেলার ডেঙ্গু আক্রান্তরা এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গেল সাত জুলাই প্রথম একজন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়।