Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভাতিজিকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ০৫:০২ PM
আপডেট: ০১ আগস্ট ২০১৯, ০৫:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পিরোজপুরে আপন ভাইয়ের মেয়েকে ধর্ষণ করে হত্যার দায়ে নুর মোহাম্মদ (৪০) নামে একব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এই দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ জেলার মঠবাড়িয়া উপজেলার নলি তুলাতলী গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২১ মার্চ নুর মোহাম্মদ তার আপন ভাইয়ের মেয়ে নবম শ্রেণির ছাত্রী আমেনাকে (১৪) ধর্ষণ করে হত্যার পর বাড়ির পাশের একটি খালে ফেলে দেন।

পুলিশ মরদেহ উদ্ধারের পর থানায় মামলা দায়ের করে। নুর মোহাম্মদকে গ্রেফতারের পর আদালতে হাজির করলে হত্যা ও ধর্ষণের ঘটনা স্বীকার করেন।

এ ঘটনায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করার পর দীর্ঘ সাক্ষ্য ও জেরার ভিত্তিতে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে বিচারক এ রায় দেন।

রাষ্ট্র পক্ষে নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা ও আসামি পক্ষে অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস মামলা পরিচালনা করেন।

Bootstrap Image Preview