Bootstrap Image Preview
ঢাকা, ২১ সোমবার, জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দলবেঁধে গাঁজা সেবন, ৮ জনের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ১০:১২ PM
আপডেট: ৩১ জুলাই ২০১৯, ১০:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নগরের ফিরিঙ্গি বাজার মেরিনার্স রোড লইট্টা ঘাট এলাকায় দলবেঁধে গাঁজা সেবনের দায়ে ৮ জনকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৩১ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

দণ্ডিতরা হলেন- বিনোদ দাস (৪৫), সুধীর দাস (২৮), খোকন দাস (৬০), সাগর (২২), সুভাষ দাস (৪৮), মো. সেলিম (৩০), মো. জাকির (২৬) ও রতন দাস (৩৫)।

ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, গাঁজা সেবনের সময় ৮ জনকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাদের অর্থ ও কারাদণ্ড দেয়া হয়েছে। 

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলামসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

Bootstrap Image Preview