Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, অক্টোবার ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেরিতে স্কুল ছাত্র মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯, ০১:৪৯ PM
আপডেট: ৩০ জুলাই ২০১৯, ০১:৪৯ PM

bdmorning Image Preview


ফেরিতে স্কুল ছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট যুগ্ম সচিব ও ফেরির ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী জহির উদ্দিন লিমন এ রিট দায়ের করেন।

একইসঙ্গে রিটে মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে যুগ্মসচিবের অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় তিতাসের মৃত্যু ঘটনায় তদন্ত কমিটি গঠন ও তার পরিবারকে তিন কোটি টাকা ক্ষতি পূরণ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া ফেরিঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে অ্যাম্বুলেন্স চলাচল নিশ্চিত করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

আগামীকাল বিচারপতি এফআর এম নাজমুল আহাসানও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হতে পারে।

Bootstrap Image Preview