Bootstrap Image Preview
ঢাকা, ২১ সোমবার, জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘বখাটে স্টাইলে’ চুল না কাটার নির্দেশ ওসির, না মানলে ব্যবস্থা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ০৯:৫৬ PM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ০৯:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


‘বখাটে স্টাইলে’ চুল না কাটার জন্য সেলুন ব্যবসায়ীদেরকে নির্দেশ দিয়েছেন সিলেটের কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ। শুধু তাই নয়, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সোমবার বিকেল ৪টায় থানা কার্যালয়ে কানাইঘাট বাজারের সেলুন ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বখাটে স্টাইলে চুল কাটা প্রতিরোধের এক অভিনব উদ্যোগ গ্রহণ করেন তিনি।

এ সময় কানাইঘাটে ছাত্র ও উঠতি বয়সের যুবকদের বখাটে স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিংয়ের ওপর নিষেধাজ্ঞা প্রদান করেন। সেই সাথে বখাটে স্টাইলে চুল কাটার ফ্যাস্টুন সেলুন থেকে সরিয়ে ফেলারও নির্দেশ দেন তিনি। এখন থেকে যারা এসব কথা অবজ্ঞা করে বখাটে স্টাইলে চুল-দাঁড়ি কাটবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান ওসি আহাদ।

তিনি আরো বলেন, বখাটে স্টাইলে চুল কাটার বিষয়ে প্রায় সময়ই ছাত্র ও যুবকদের অভিভাবকরা তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন। কারণ, ছাত্র ও যুবকরা বিভিন্ন স্টাইলে চুল কেটে বখাটেদের মতো ঘোরাফেরা করে ইভটিজিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। এতে সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার এস আই স্বপন চন্দ্র সরকার। বৈঠক শেষে কানাইঘাট বাজারের সেলুন ব্যবসায়ী নিশি চন্দ, সুমন চন্দ ও শিমুল চন্দ জানান, ওসি আব্দুল আহাদের কথা তারা গুরুত্ব সহকারে আমলে নিয়েছেন। এখন থেকে তারা কানাইঘাট বাজারে সেলুন সমিতির মাধ্যমে বিয়ষটি সবাইকে অবগত করবেন এবং বখাটে স্টাইলে চুল-দাঁড়ি কাটা থেকে বিরত থাকবেন।

Bootstrap Image Preview