ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশার ওষুধ দুইটি কোম্পানির কাছে জিম্মি। কারণ তারা এই ওষুধ আমদানিকারক।
সোমবার (২৯ জুলাই) দুপুরে গুলশান ক্লাবে মিডিয়ার সম্পাদকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মেয়র।
তিনি বলেন, সিন্ডিকেট ভেঙে এখন থেকে সিটি করপোরেশন নিজেই সরাসরি ওষুধ আমদানি করবে।
মেয়র বলেন, মশার ওষুধের যারা আমদানিকারক রয়েছে তারা কিন্তু ওষুধ আমদানি করতে পারেনি। শুধুমাত্র দু’টি আমদানিকারক রয়েছে যারা এই সিস্টেমটাকে ম্যানেজ করে রেখেছিল। আজকে আমরা কেন দুজনের কাছে জিম্মি থাকবো?
তিনি বলেন, আমরা ওষুধ নিয়ে আসবো। এই ওষুধ দিয়ে কীভাবে বা কি পর্যায়ে মশা মারবে না মারবে, সে বিষয়ে আইডিসিআর ও আসিডিআর এবং সরকারসহ বিভিন্ন এজেন্সি কাজ করবে।