Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৪ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে মার্কেটে ভয়াবহ আগুনে ৩০ দোকান পুরে ছাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯, ০৯:৫৭ AM
আপডেট: ২৯ জুলাই ২০১৯, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী রেল স্টেশনের পূর্ব-দক্ষিণ পাশের একটি মার্কেটে আগুন লেগে অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার দিনগত রাত দেড়টার সময় এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার হুমায়ুন কার্নায়েল জানান, রাত দেড়টার দিকে রেল স্টেশনের পূর্ব-দক্ষিণ পাশের একটি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও ফেনী থেকে মোট সাতটি  ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসে। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ক্রোকারিজ, প্লাস্টিকের সামগ্রীসহ বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান ছিল।

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাপ এখনও পরিমাপ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Bootstrap Image Preview