ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিগার সুলতানা (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি হালদারখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (২৮ জুলাই) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিগার সুলতানা কাঁঠালিয়া উপজেলার হালদারখালি গ্রামের সুলতানের হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে স্কুল শিক্ষিকা নিগার সুলতানা ঢাকায় যান। ঢাকায় গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এলাকায় আসেন তিনি। শুক্রবার (২৬ জুলাই) গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নিগার সুলতানার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকলে রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্কুল শিক্ষিকা নিগার সুলতানার মামাতো ভাই ব্যবসায়ী মামুন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।