কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অগ্নিকন্যা মতিয়া চৌধুরী এমপি বলেছেন, রোহিঙ্গাদেরও এক সময় সুদিন আসতে পারে। এ বিবেচনায় বিপদের সময় তাদের প্রতি বর্তমান সরকার মানবিক আচরণ করে সারা পৃথিবীর প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।
শনিবার (২৭ জুলাই) বিকালে জেলার নকলা উপজেলার বারমাইসা দাখিল মাদরাসা মাঠে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দুস্থদের মাঝে শাড়ি, ট্রাউজার, গেঞ্জি, শার্ট ও পাঞ্জাবি বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, আমাদের দেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রতি আমাদের প্রধানমন্ত্রী মানবিক আচরণ দেখিয়েছেন। শেখ হাসিনা মনে করেন, ১৯৭১ সালে ভারত আমাদের মানবিক আশ্রয় না দিলে আমরা স্বাধীনতা সংগ্রামে বিজয় অর্জন করতে পারতাম না।
তিনি আরো বলেন, আমরা কাজ করি মানুষের জন্য, যাতে করে মানুষের জীবনটা সহজ হয়।