Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৫৫ মৃতদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ১০:১৮ AM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ১০:১৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভূমধ্যসাগরে বৃহস্পতিবারের নৌকাডুবির ঘটনায় ৫৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় অনেক অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরে এটা বড় দুর্ঘটনা বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। 

এ ব্যাপারে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার নৌকাটি ডুবে যায়। এক স্বেচ্ছাসেবী জানিয়েছেন, একটি কাঠের তৈরি নৌকা ডুবে গেলে মৃত্যুর ঘটনা ঘটে। উদ্ধার কাজ চলছে। নৌকাটিতে কত অভিবাসী প্রত্যাশী ছিলেন সেই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।

এদিকে রেড ক্রিসেন্টের সদস্য আব্দুল মেনাম আবে সায়েব জানিয়েছেন, নৌকাটির অভিবাসী প্রত্যাশীরা আফ্রিকার সাব সাহারা এলাকা থেকে এসেছিলেন এবং নৌকায় সাড়ে ৩শ’ যাত্রী ছিলেন বলে জানিয়েছেন। 

বৃহস্পতিবার ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছিল।

Bootstrap Image Preview