Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, জুলাই ২০২৫ | ১৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকার বাইরে ২৩৪ ডেঙ্গু রোগী শনাক্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯, ১০:০১ AM
আপডেট: ২৮ জুলাই ২০১৯, ১০:৪৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানী ঢাকার মতো দেশের অন্যান্য জেলাতেও ডেঙ্গু রোগীরা চিকিত্সা নিচ্ছে। এ পর্যন্ত নয়টি জেলায় ২৩৪ জন রোগী শনাক্ত হবার তথ্য পাওয়া গেছে। ফলে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

রংপুর মেডিকেলে ২১ ডেঙ্গু রোগী ভর্তি আছে। জানা গেছে, তারা সবাই ঢাকায় থাকাকালীন এই জ্বরে হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই শিক্ষার্থী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথ সাংবাদিকদের বলেন, আক্রান্ত দের প্রয়োজনীয় চিকিত্সা সেবা দেয়া হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

অন্যদিকে, গত কয়েকদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বলে স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন। আক্রান্তরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিত্সা নিচ্ছেন। গতকাল ভর্তি হন ৫জন। এসব তথ্য জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন।

তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত সকলেই ঢাকা থেকে এসেছেন। তবে এখন পর্যন্ত মারা যাবার কোনো ঘটনা ঘটেনি। কেউ জ্বরে আক্রান্ত হলে তারা যেন দ্রুততম সময়ে হাসপাতালে এসে চিকিত্সা নেন সেই পরামর্শ দেন তিনি।

এছাড়া, লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬জন। গতকাল বিকাল পর্যন্ত এসব রোগী সনাক্ত করা হয় বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।

এদের মধ্যে গুরুতর অবস্থায় হোসেন আহমেদ নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আনোয়ার হোসেন জানান, গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত বেশ কিছু রোগী ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে।

বরিশালে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসাতালে ১২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী চিকিত্সা নিচ্ছে। এর আগে গত ১১দিনে আরো ১৪ জন এখান থেকে চিকিত্সা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে গিয়েছে।

হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, ডেঙ্গুর উপস্থিতি না থাকেলও ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্তরা বরিশালে ফিরে আসায় এবং ঢাকা থেকে বরিশালগামী লঞ্চে এডিস মশা বরিশালে আসায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ১৬ জুলাই থেকে এ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হওয়া শুরু করে। আক্রান্তরা জানিয়েছে শরীর ও মাথা ব্যথা, জ্বর এবং বমি বমি ভাব হচ্ছে তাদের।

অন্যদিকে, কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের মেডিসিন বিভাগের পুরুষ ও মহিলা ওয়ার্ডে এসব রোগী ভর্তি রয়েছে। চলতি সপ্তাহে ভর্তিকৃত এসব ডেঙ্গু রোগীর মধ্যে চারজনই বাজিতপুরের। গত দুই মাসে এ হাসপাতাল থেকে আরো ২৫জন ডেঙ্গু রোগী চিকিত্সা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এর বাইরে পাবনা জেনারেল হাসপাতালে শনিবার পর্যন্ত চারদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১২ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকায় ছিলেন। আক্রান্তরা জানান, ঢাকা থেকে ফেরার পরপরই তারা জ্বরে আক্রান্ত হন এবং চিকিৎসকের শরণাপন্ন হলে রক্ত পরীক্ষা করে তাদের ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গু আক্রান্ত এসব রোগীর মধ্যে ছাত্র, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী এবং গার্মেন্টস কর্মি রয়েছেন।

খুলনাতেও মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ২৪ জন রোগী চিকিত্সা নিয়েছেন। এদিকে সিটি করপোরেশনের (কেসিসি) স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে।

ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কায় সিভিল সার্জনের কার্যালয়ের পক্ষ থেকে ১১৬টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

গত এক সপ্তাহে জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি ডেঙ্গু ধরা পড়ে। এছাড়া সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক হাসপাতালে একাধিক ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইদহ জেলাতেও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে। এ পর্যন্ত এ জেলায় ১২ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। তবে কেউ মারা যায়নি। ঝিনাইদহ জেলাতে একমাত্র সদর হাসপাতালে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু রোগ নির্ণয়ের ব্যবস্থা আছে।

এদিকে, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মো. নুরুল ইসলাম (৬২) নামে এক ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। ঢাকায় চিকিত্সা নিতে গিয়ে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন বলে জানা গেছে।

Bootstrap Image Preview