রায়ণগঞ্জের ভূইগড় এলাকায় একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দারুল হুদা মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি মোস্তাফিজুর রহমানকে (২৯) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৭ জুলাই) বিকেলে র্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মোস্তাফিজুর নেত্রকোণা লক্ষ্মীগঞ্জ কাওয়ালি কোনা এলাকার ওয়াজেদ আলীর ছেলে।
র্যাব- ১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন বাংলানিউজকে জানান, মাদ্রাসার ছাত্রীদের ও তাদের অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক মোস্তাফিজুরকে আটক করা হয়েছে।