Bootstrap Image Preview
ঢাকা, ২০ রবিবার, জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেসবুকে কুরআন নিয়ে কটূক্তি, কলেজছাত্র আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৭:৫০ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৭:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফেসবুকে পবিত্র কুরআন নিয়ে কটূক্তি করায় মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে সৈকত ঢালী (১৭) নামের এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। সে উপজেলার সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। 

শনিবার (২৭ জুলাই) সকালে সৈকতের বিচারের দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে তাকে আটক করে পুলিশ। 

কলেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনির ডাসার থানার নবগ্রাম এলাকার বেতবাড়ী গ্রামের খোকন ঢালীর কলেজ পড়ুয়া ছেলে সৈকত ঢালী তার ফেসবুক আইডিতে কুরআন ও মহানবীকে (স.) নিয়ে কটূক্তিমুলক পোস্ট করে।

তার এ লেখা ফেসবুক বন্ধুদের মাঝে ছড়িয়ে পড়লে বিষয়টি কলেজছাত্রদের নজরে আসে। পরে তারা আজ সকালে সৈকতের বিচারের দাবিতে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে সৈকতকে আটক করে থানায় নেয়।

সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম বলেন, ‘আমি ছুটিতে আছি। ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছি।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম বলেন, ‘ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় সৈকতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে।’

Bootstrap Image Preview