Bootstrap Image Preview
ঢাকা, ৩১ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্র-ছাত্রীদের জ্ঞান পিপাসু হিসেবে গড়ে তুলতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৪:৩৮ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৪:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, ছাত্র-ছাত্রীদের জ্ঞান পিপাসু হিসেবে গড়ে তুলতে হবে। দেশের ৪৯ শতাংশ জনগোষ্ঠীর বয়স ২৫ বছরের মধ্যে এবং ৭৪ ভাগ মানুষ কর্মক্ষম। এই বিশাল জনসম্পদকে কাজে লাগাতে হবে। 

শনিবার (২৭ জুলাই) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট-১ আসনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রযুক্তিশিক্ষায় শিক্ষিত হলে সারা বিশ্ব হবে কর্মক্ষেত্র। আমাদের খুব গুরুত্বপূর্ণ জনসম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করতে না পারলে তা দেশের জন্য ক্ষতিকর হিসেবে দেখা দিবে। গুণগত শিক্ষার বিষয়ে কোন আপস করা যাবে না। এ জন্য সেই শিক্ষক নিয়োগ দিতে হবে যারা সত্যিকারের শিক্ষা প্রদান করতে পারবে।

তিনি বলেন, সরকারি টাকার যাতে অপচয় না হয় তা দেখার দায়িত্ব সবার। তিনি সরকারের অভিষ্ঠ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক বক্তৃতা করেন।

Bootstrap Image Preview