Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অভিনব কায়দায় আচারের বয়ামে ফেনসিডিল পাচার, আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯, ০৪:০২ PM
আপডেট: ২৭ জুলাই ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আমের আচারের বয়ামে তেলের বদলে দেয়া হয়েছিল ফেনসিডিল। তারপর সেই আচারের বয়াম নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকা। অভিনব কায়দায় এই ফেনসিডিল পাচারের সময় রাজশাহীতে এক যুবক ধরা পড়েছেন।

আটককৃত ব্যক্তির নাম কাওসার রহমান (২৫)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম দুরুল হুদা।

শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাস টার্মিনাল পুলিশ বক্সের একটি দল এ অভিযান চালায়।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, অভিনব কায়দায় একটি আচারের বয়ামে তেলের বদলে ৩০ বোতল ফেনসিডিল দেয়া হয়েছিল। এরপর একটি ব্যাগে করে সেগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন কাওসার। গোপন সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়াও ওসি আরও জানান, পাচারকারী কাওসারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview