Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শনিবার, জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অভিযান চালাচ্ছিলেন ম্যাজিস্ট্রেট, ঘুষ নিচ্ছিলেন গাড়িচালক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০৯:০৮ AM
আপডেট: ২৬ জুলাই ২০১৯, ০৯:০৮ AM

bdmorning Image Preview


মাদারীপুরের কালকিনি উপজেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনার সময় ঘুষ গ্রহণের অভিযোগে এক ম্যাজিস্ট্রেটের গাড়িচালককে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত মো. সাইদুর রহমান খান (৩৮) জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. শামিম হাসানের গাড়িচালক। তিনি গোপালগঞ্জ জেলার উলপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, মাদারীপুর জেলার ভোক্তা অধিকার অধিদপ্তরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. শামিম হাসানের নেতৃত্বে আজ বৃহস্পতিবার উপজেলার মজিদবাড়ী (ভূরঘাটা) বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ম্যাজিস্ট্রেটের গাড়িচালক মো. সাইদুর রহমান বিভিন্ন দোকানে গিয়ে ঘুষ নেন। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের নজরে আসলে তাকে আটক করে ইউএনওকে খবর দেন। পরে ইউএনও ওই গাড়িচালককে এক মাসের কারাদণ্ড দেন।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামিম হাসান বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমার গাড়িচালক সাইদুর রহমানকে দোকান থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামিম হাসানের গাড়িচালক সাইদুর রহমানকে দোকানিদের কাছ থেকে উৎকোচ গ্রহণের অভিযোগে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

Bootstrap Image Preview