Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, অক্টোবার ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবম ওয়েজবোর্ডের সুপারিশ চূড়ান্ত: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯, ০৭:৫০ PM
আপডেট: ২৫ জুলাই ২০১৯, ০৭:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সংবাদপত্রের জন্য নবম ওয়েজবোর্ডের সুপারিশ চূড়ান্ত করেছে এ সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। শিগগিরই এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপন করা হবে, এবং এর পরই গেজেট প্রকাশ হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে নবম ওয়েজবোর্ড সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভাশেষে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'ওয়েজবোর্ড নিয়ে রিপোর্টটি চূড়ান্ত করেছি।

তিনি আরো বলেন, 'আমরা মনে করছি এটা বাস্তবসম্মত এবং যুক্তিসম্মত। এই রিপোর্টটি এখন কেবিনেট ডিভিশনে পাঠিয়ে দেবো। এবং মন্ত্রীসভা বৈঠকের অনুমোদনের পর গেজেট আকারে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হবে।


 

Bootstrap Image Preview