Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শনিবার, জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রেনু হত্যা: গ্রেফতার ৫ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯, ০৬:২২ PM
আপডেট: ২৫ জুলাই ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহতের ঘটনায় গ্রেফতার পাঁচ জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতার হওয়া মুরাদ, সোহেল রানা, বিল্লাল হোসেন, আসাদুল ইসলাম ও রাজু আহমেদের ৭ দিন করে রিমান্ড আবেদন করে বাড্ডা থানা পুলিশ।

বুধবার (২৪ জুলাই) রাতে তাদের ৫ জনকে বাড্ডার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে বাড্ডায় রেনুকে গণপিটুনিতে হত্যার ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২০ জুলাই রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেয়েকে ভর্তি করানোর বিষয়ে তথ্য জানতে যান রেনু। পরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে বাড্ডা থানায় মামলা করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।
 

Bootstrap Image Preview