Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


নওগাঁর মান্দায় আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) ভোরে উপজেলার বনকুড়া এলাকার বন্যা নিয়ন্ত্রন বাঁধটি ভেঙে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে যায়। ফলে মঙ্গলবার (১৬ জুলাই) থেকেই নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বুধবার ভোরে বাঁধটির ২শ ফিট অংশ ভেঙে যায়। এতে করে কসব, বিষ্ণুপুর, নুরুল্লাবাদ ইউনিয়নের বনকুড়া, চকবালু, দূর্গাপুর, ফতেপুর সহ অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

এদিকে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার বলেন, বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. হাবিবুল হাসান জানান, জেলা থেকে বন্যা দূর্গতদের জন্য ত্রান বরাদ্দ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কাছ থেকে তথ্য পেলেই বিতরণ শুরু করা হবে।

Bootstrap Image Preview