গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে উপজেলা মৎস্য অফিসে এ সংবাদ সম্মেলেন করেন উপজেলা মৎস্য অফিসার সাদিয়া রহমান।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তর ৭ দিনের কর্মসুচি গ্রহন করেছে।
কর্মসূচী সফল করার জন্য বিগত বছরগুলোর মতো এবছরও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন উপজেলা মৎস্য অফিসার।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য অফিসের মো. মোশারফ হোসেন আকন্দ, ফারহানা আক্তার, আমেনা আক্তার, মাহবুবুল আলম, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক আব্দুর রহমান আরমান, ওমর আলী মোল্লা, রফিক সরকার, বিল্লাল হোসেন, ইমতিয়াজ আহমেদ, রিয়াদ হোসেন এছাড়াও কালীগঞ্জ প্রেস ক্লাব, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিয়নের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।