গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে তুমলিয়া মিশন রেল ব্রীজ সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে।
বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে ভৈরব থানার ওসি আব্দুল মজিদ।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, রবিবার দুপুরে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে তুমলিয়া মিশন রেল ব্রীজ সংলগ্ন রেল লাইনে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্টেশন মাস্টারকে জানায় স্থানীয়রা।
পরে স্টেশন মাস্টার নরসিংদী ফাঁড়িতে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত যুবকের কোমর থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও শরীর একাংশ থেকে ১ হাত ও ১ পা বিচ্ছিন্ন ছিল। দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরব হয়ে কিশোরগঞ্জগামী ঈসাখাঁ এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিনের কাটা পড়েন অজ্ঞাত ওই যুবক।
তিনি আরো জানান, অজ্ঞাত ওই যুবকের পড়নে কোন কাপড় ছিলনা। মাথায় চুল কম ছিল। তবে ওনি মুসলিম। নরসিংদী সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হবে।
পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে মরদেহ হস্থান্তর করা হবে। অন্যথায় বেওয়ারিশ হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।