Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজালালে ৩৮টি স্বর্ণের বারসহ ট্রাফিক হেলপার আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০৫:০০ PM
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ০৫:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮টি স্বর্ণের বারসহ এমদাদুল হক চৌধুরী (৪৬) নামে এক ট্রাফিক হেলপারকে আটক করেছে বিমানবন্দরের আর্মড পুলিশ। 

শনিবার (১৩ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, আজ ১২টা ৪৫ মিনিটে থাইল্যান্ড থেকে ঢাকায় আসে থাই এয়ার ( ফ্লাইট নম্বর টিজি ৩২১)।

ঐ বিমানে আসা কিছু কার্গো মাল প্যাকেটে করে ইম্পোর্ট কার্গোতে আসে। সেখান থেকে ৩৮টি স্বর্ণের বার নিজ হেফাজতে নেন বলে স্বীকার করেছেন এমদাদ।

উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৮০০ গ্রাম। এর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

আটক এমদাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান আলমগীর হোসেন।

Bootstrap Image Preview