Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার পদ্মা সেতুতে মাথা লাগার গুজব ছড়ানোয় স্কুলছাত্র গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ০৮:৫৫ PM
আপডেট: ১১ জুলাই ২০১৯, ০৮:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে'- এমন গুজব ছড়ানোর দায়ে রাজবাড়ীর পাংশা থেকে এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফরিদপুর-৮।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‌্যাব কর্তৃপক্ষ।

গ্রেফতারকৃত স্কুলছাত্রের নাম পার্থ আল-হাসান। সে পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নের বৈরাট গ্রামের আব্দুর সালামের ছেলে এবং মাজাইল বিএমডি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে র‌্যাব-৮ এর ফরিদপুর অঞ্চলের কমান্ডার মেজর নাজমুল আরেফিন পরাগ স্কুলছাত্রকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে'- এমন একটি পোস্ট করার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও তিনি আরও জানান, গ্রেফতারকৃত স্কুলছাত্রের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে পাংশা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Bootstrap Image Preview