মুন্সীগঞ্জে পুলিশের কনস্টেবল নিয়োগে মাত্র ১০০ টাকায় চাকরি পেলেন ২২৬ জন। এবারই জেলায় সবচেয়ে বেশি কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে। ঘুষ ছাড়াই কনস্টেবল পদে চাকরি পেয়ে এসব প্রার্থীরা আনন্দে আত্মহারা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
পুলিশ সুপার বলেন, ‘বিগত ২০১৬ সাল থেকেই মুন্সীগঞ্জে ১০০ টাকায় পুলিশের চাকরির সুযোগ সৃষ্টি করা হয়েছে। এ বছর সাধারণ কোটা থেকে ১৭১ জন পুরুষ, ৪২ জন নারী, মুক্তিযোদ্ধা কোটা থেকে ১০ জন, পুলিশ পোষ্য কোটা থেকে দুইজন ও আনসার কোটা থেকে এক করে মোট ২২৬ জন নিয়োগ পেয়েছে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, মো. রুবেল ইসলাম তাহমিদ, সোনিয়া হবীব লাবনী প্রমুখ।