Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্রেকআপ করতে চাওয়ায় প্রেমিকাকে খুন করল প্রেমিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ০৬:৩৫ PM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ০৬:৩৫ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


ভারতের উত্তর প্রদেশে ২২ বছরের চাচাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ১৮ বছরের বোনের। কিন্তু সেই সম্পর্কের ইতি টানতে চেয়েছিল মেয়েটি। তাই রাগে বোনকে আখের ক্ষেতে নিয়ে গিয়ে গলা টিপে খুন করে সেই ভাই তথা প্রেমিক। 

সোমবার (৮ জুলাই) সকালে উত্তরপ্রেদেশের মেরঠের শামলি নামক অঞ্চলে এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্পর্কে রাজি না হওয়ায় বোনকে খুন করা ওই যুবকের নাম মনু। আখ চাষের জমিতে বোনকে গলা টিপে খুন করার পর থেকে সে পলাতক বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উত্তর প্রদেশের স্থানীয় পুলিশ জানায়, ওই দুই ভাই বোন পাঞ্জাবে শ্রমিকের কাজ করতেন। সে সময়ই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পাঞ্জাব থেকে শামলি ফেরার পর ওই সম্পর্কের ইতি চায় বোন। পরে বোনকে রাস্তার পাশে আখের ক্ষেতে নিয়ে গিয়ে গলা টিপে খুন করে সেই ভাই।

উত্তর প্রদেশের স্থানীয় পুলিশ কর্মকর্তা সন্দীপ বালিয়া জানান, সোমবার সকালে কয়েকজন গ্রামবাসী আখের জমিতে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে ময়নতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে হত্যার কারণ জানা যাবে।

Bootstrap Image Preview