কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির গাছকাটাকে কেন্দ্র করে ভাতিজার বটি দা’র আঘাতে চাচার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি শিবপুর ইউনিয়নের পানাউল্লাচর এলাকার জব্বার মিয়ার ছেলে দুলাল মিয়া (৬০)।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার পানাউল্লাচর এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্বজনদের অভিযোগ, আজ সন্ধ্যায় বাড়ির পাশে গাছ কাটাকে কেন্দ্র করে পাশের বাড়ীর সীমানার দুই ভাতিজার দা’র কোপে দুলাল মিয়ার মৃত্যু হয় ।এ ঘটনার অভিযুক্ত দুই ভাতিজা হলো তার ভাই লাল মিয়ার ছেলে মোঃ আক্তার (৩০) ও বাছির মিয়া (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় বাড়ীর সীমানায় চাচার সাথে দুই ভাতিজার ঝগড়া হয়। এ সময় উভয় পক্ষের তর্কবিতর্কের এক পর্যায়ে উত্তেজিত হয়ে দুই ভাতিজা ঘরের দা দিয়ে চাচাকে একাধিক কোপ দিলে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনার পর পর দুই অভিযুক্ত পালিয়ে গেছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান, গাছকাটাকে কেন্দ্র করে দুই ভাতিজার দা’র কোপে চাচা নিহত হয়েছে। থানায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান ।